অনেকেই প্রশ্ন করেন কেন হেয়ার ফল হয়?
চুলের গোঁড়ায় ধুলো ময়লা আর ঘাম জমে গোঁড়া দুর্বল হয়ে পড়ে, সেই সাথে চুলও নিষ্প্রাণ দেখায়। খাদ্য তালিকাতে পর্যাপ্ত পরিমাণে আয়রন, প্রোটিন না থাকলে অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। পানি পান পর্যাপ্ত না হলে সেই সাথে রেগুলার লাইফের স্ট্রেস, কম ঘুমানো, বাইরের পল্যুশন এগুলোও দায়ী আপনার এক্সেস হেয়ার ফলের জন্য।
হেয়ার ফল সলুশনের জন্য কি করতে হবে?
পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখা খাদ্য তালিকায়, স্ট্রেস কমানো, পর্যাপ্ত ঘুম, পানি পান এবং ভালো মানের শেম্পু কন্ডিশনার ইউজ করা পাশাপাশি চুলে কিছু প্যাক লাগাতে হবে নিয়মিত। এছাড়াও ভেজা চুল বেধে না রাখা, চুল ক্লিন রাখা ইত্যাদি নিয়মিত মেনে চললে চুল ঝরা অধিকাংশ ক্ষেত্রেই কমে যায়।
নিখাদ হেয়ার ফল ট্রিটমেন্ট কি আসলেই কাজে দেয়?
নিখাদ হেয়ার ফল ট্রিটমেন্ট আমাদের আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শে তৈরি। সে সাথে এটি পরীক্ষিত যে হেয়ার ফল আসলেই কমিয়ে আনে। যারা ব্যবহার করেছেন ইতিমধ্যে তারা বেশিরভাগ ই আমাদেরকে ভালো রিভিউ দিয়েছেন।
এই প্যাকটি ব্যবহারে মাত্র ২ মাসে চুল পড়া বন্ধ করে৷ নিয়মিত ব্যবহারে মাত্র ২-২.৫ মাসের ভেতর নতুন চুল গজায়এই প্যাকটিতে রয়েছে- মেথি,আমলকী, বহেরা, ব্রাম্মী, শিকাকাই গুড়া ও সিক্রেট রেমিডি। এর প্রত্যেকটি চুলের জন্য আশির্বাদ মেডিসিন রুপে কাজ করে। শুধু হেয়ার ফল কমিয়েই আনেনা সাথে সাথে চুলের গোড়াও মজবুত করে, আগা ফাটা রোধ করে এবং প্রাকৃতিক ভাবে চুলকে রিকন্ডিশন্ড করে। চুলের রুক্ষতা রিপেয়ার করে সফট করে।
কিভাবে ব্যবহার করবেন?
চুলের প্রয়োজন অনুযায়ী এই প্যাকের পাউডার নিন। কুসুম চায়ের গরম চায়ের লিকার বা পানির সাথে মিক্স করে সারা রাত বা মিনিমাম ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন।গোড়া থেকে আগা অবদি লাগান।৪০-৫০ মিনিট রেখে ভালো করে চুল ধুয়ে সপ্তাহে ২ দিন করে ব্যবহার করুন প্রথম ২ মাস। এর পর থেকে সপ্তাহে ১ বার করে ব্যবহার করুন।