Red Sandalwood Powder (Rokto chondon)
লাল চন্দন বা রক্ত চন্দন আমাদের ত্বক ভাল রাখতে খুবই কার্যকর। বিশেষ করে, গ্রীষ্মের সময় চন্দন ব্যবহার করে ট্যান এবং ত্বকের দাগ কমানো যায়। চন্দনের স্ক্রাব এবং ফেস প্যাক ব্যবহার করে মুখের ত্বক উজ্জ্বল করা যায়। লাল চন্দন ব্যবহার করে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করা যায় রক্ত চন্দনে অ্যান্টিসেপটিক, অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের জন্য খুব উপকারি। চন্দন ব্যবহার করে মুখের ব়্যাশ ও কালোভাবও দূর করা যেতে পারে। চন্দন ফেস সিরাম হিসেবেও ব্যবহার করা যেতে পারে। শুষ্ক ও প্রাণহীন ত্বকের জন্য চন্দন খুব উপকারি। ব্রণ এবং পিম্পল দূর করতেও এটি খুব উপকারি।
কেন রক্ত চন্দন গুড়া ব্যবহার করবেন?
নিজস্ব ফ্যাক্টরীতে সম্পূর্ণ নিজস্ব তত্ববধানে তৈরী, প্রসেসিং ও প্যাকেজিং করা হয়।সব ধরনের কেমিক্যাল, সিনথেটিক ফ্র্যাগরেন্স এবং ক্ষতিকর কেমিক্যাল প্রিজারভেটিভ মুক্ত।এছাড়াও রক্ত চন্দন ব্যবহার এ
- রক্তচন্দন কাঠের গুঁড়া ত্বকের মৃতকোষ, ময়লও পলিউশন সরাতে সাহায্য করে।
- পিম্পল মার্কস, ডার্কস্পটএবং মুখের অন্যান্য দাগ খুব কমিয়ে আনে।
- এটি স্কিন ফর্সাএবং ব্লেমি সেস ফ্রিকরে তুলতে সাহায্য করে।
- তৈলাক্ত ত্বকের জন্যএই রেডস্যান্ডেল উড ফেই মাস্ক হিসেবে বেশ ভাল।
কিভাবে ব্যবহার করবেন?
অয়েলি স্কিন এর জন্য:
১ চা চামচ নিখাদ রক্ত চন্দন, ১ চা চামচ লেবুর রস পানি দিয়ে মিক্স করে মুখে লাগান। এটি ত্বক টানটান রাখবে, তেল আর ব্রন ওঠা কমাবে।
প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে :
নিখাদ লাল বা রক্ত চন্দন এর সাথে পাকা পেপে মিক্স করে মুখে ম্যাসাজ করে ৫মিনিট পর ধুয়ে ফেলুন। প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করবে, মৃত কোষ দূর হবে, ত্বক উজ্বল হবে।
আনইভেন স্কিন এর জন্য :
১ চামচ নিখাদ লাল চন্দন, হাফ চামচ নিখাদ কাস্তুরি হলুদ, ২চামচ টক দই, অল্প দুধ দিয়ে মাস্ক তৈরী করুন। মুখের বিভিন্ন অংশের স্কিন টোন আলাদা আলাদা থাকলে ঠিক হয়ে যাবে। হাতে পায়ে ইউজ করলে রোদে পোড়া দাগ কমবে ।