নিখাদ কি?
নিখাদ শিকড়ের সন্ধানের একটি ব্রান্ড "মানব সেবা তথা অর্থনৈতিক মুক্তি" এই শ্লোগান কে সামনে নিয়ে ২০১১ সালে থেকে শুরু হয় শিকড়ের সন্ধ্যান এন্ড কোং এর পথ চলা । আমরা বিশ্বাস করি সঠিক পন্য উৎপাদন করে যথাযথ মান নিয়ন্ত্রনের মাধ্যেমে ভোক্তার কাছে পৌছে দেয়া একটি সেবা।
নিখাদ এর পণ্য কতটুকু খাটি?
পন্যের মান ও গুনাগুন নির্ভর করে তার উৎপাদন প্রক্রিয়ার উপর সেজন্য উৎপাদনকারীর নিকট হতে পন্য সংগ্রহ থেকে শুরু করে ক্রেতার কাছে পৌছে দেয়া পর্যন্ত প্রতিটি ধাপেই নিখাদ এর থাকে বিশেষ যত্ন। নিখাদ এর সকল পন্য প্রস্তুত ও প্যাকেজিং সম্পূর্ন নিজস্ব ব্যবস্থাপনায় হয় বলে ধুলা-বালি ও অপ্রত্যাশিত উপাদানের মিশ্রন হতে থাকে শতভাগ মুক্ত।
নিখাদ এ কি কি পণ্য পাওয়া যায়?
SKIN AND HAIR CARE (ত্বক ও চুলের যত্ন)
নিখাদ মুলতানি মাটি, নিখাদ নিমপাতা গুড়া, নিখাদ মেহেদী পাতা, নিখাদ আমলকী গুঁড়া, নিখাদ মেথি গুঁড়া, নিখাদ রক্ত চন্দন, নিখাদ চারকল, নিখাদ রোজ পাউডার, নিখাদ রোজ পাউডার, নিখাদ অরেঞ্জ পিল পাউডার, নিখাদ কাস্তুরি হলুদ, নিখাদ মাজু ফল গুঁড়া, নিখাদ শংখগুড়া, নিখাদ কাচা হলুদ
নিখাদ জবাফুল গুঁড়া, নিখাদ মাজুফল, নিখাদ শিকাকাই, নিখাদ শিকাকাই গুড়া, নিখাদ হরতকি, নিখাদ হরতকি গুড়া, নিখাদ বহেরা, নিখাদ বহেরা গুড়া , নিখাদ রিঠা, নিখাদ রিঠা গুঁড়া, নিখাদ ভৃঙ্গরাজ গুঁড়া, নিখাদ কারি পাতা গুঁড়া।
HEALTH CARE (স্বাস্থ্যের যত্ন )
নিখাদ অর্জুন গুড়া,নিখাদ ত্রিফলা গুড়া ,নিখাদ সোনাপাতা গুড়া নিখাদ চিরতা, নিখাদ চিরতা গুড়া,নিখাদ তুলসী গুড়া,নিখাদ শিমুল গুড়া,নিখাদ তোকমা,নিখাদ কাতুলি গম,নিখাদ তালমাখনা,নিখাদ কাঠ বাদাম,নিখাদ কাঠ বাদাম গুঁড়া,নিখাদ যষ্টি মধু,নিখাদ ইসুপগুলারের ভ‚ষি, নিখাদ শিমুল গুঁড়া,নিখাদ চিনা বাদাম গুড়া, নিখাদ জাম বীজ গুড়া,নিখাদ রয়না গুড়া, নিখাদ কালোজিরা গুড়া, নিখাদ থানকুনি গুড়া,নিখাদ কালোমেঘ গুড়া, নিখাদ হিং গুড়া, নিখাদ দারুহিত্রা গুঁড়া, নিখাদ অশোক গুড়া,নিখাদ শতম‚ল গুড়া, নিখাদ বাসক গুড়া, নিখাদ পিপুল গুড়া, নিখাদ লবঙ্গ গুড়, নিখাদ সজনে পাতা গুড়া, নিখাদ চিনাবাদাম, নিখাদ আদা গুড়া
KITCHEN (রান্না ঘর)
নিখাদ মরিচ গুড়া ,নিখাদ হলুদ গুঁড়া,নিখাদ ধনিয়া গুড়া ,নিখাদ জিরা গুঁড়া,নিখাদ জিরা,নিখাদ কালোজিরা,নিখাদ তেজপাত,নিখাদ বিট লবণনিখাদ লবঙ্গনিখাদ এলাচ,নিখাদ দারুচিনি,নিখাদ হালিম দানা,নিখাদ জয়ফল,নিখাদ পাঁচফোড়ন
নিখাদ মধু ,নিখাদ ঘি,নিখাদ যব ছাতু,নিখাদ চিড়া,নিখাদ গুড়,নিখাদ মুড়ি,নিখাদ তেতুল,নিখাদ নিম খিলিল
OIL ( তেল)
নিখাদ সরিষার তেল,নিখাদ তিলের তেল ,নিখাদ কালোজিরার তেল, নিখাদ নিমের তেল,নিখাদ বাদাম তেল ,নিখাদ নারকেল তেল,নিখাদ কাঠ বাদাম তেল,নিখাদ অলিভ অয়েল,নিখাদ ক্যাস্টর অয়েল
HOME DECOR (গৃহসাজ)
SPECIAL (বিশেষ) -নিখাদ ব্রন রিমুভ ফেইসপ্যাক (কম্বো), নিখাদ রেগুলার স্কিন কেয়ারপ্যাক (কম্বো), নিখাদ মেসতা ট্রিটমেন্ট প্যাক (কম্বো), নিখাদ স্কিন ব্রাইটেনিং প্যাক, নিখাদ ব্রাইডাল প্যাক, নিখাদ হেয়ার কম্বো প্যাক, নিখাদ হেয়ার কেয়ার মাস্ক ।
নিখাদ অর্ডার ডেলিভারি দিতে কতটুকু সময় নেয়?
ঢাকা মেট্রোপলিটন সিটির ভেতরে অর্ডার রিসিভ করার পরেরদিনই পৌঁছে দেই আমরা ।
ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পাঠাতে হয় । তাই এক্ষেত্রে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ দেরি না করলে ২দিনের মধেই পণ্য পেয়ে যাবেন। ইন শা আল্লাহ্।